বাংলা আর্টিকেল লিখে আয় বিকাশে পেমেন্ট, বাংলা আর্টিকেল লিখে আয় করার সাইট

বাংলা আর্টিকেল লিখে আয় করার সাইট খুঁজছেন? তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন। আসুন দেখে নেওয়া যাক আর্টিকেল লিখে আয় করার কিছু সাইট সম্পর্কে। 

লেখালেখি করে আয় করার ওয়েবসাইট পেমেন্ট বিকাশে নেওয়ার জন্য আজকে আমি আপনাদের সাথে কিছু ভালো বাংলা সাইট এর পরিচয় করিয়ে দেব। 

আশাকরি এসব সাইট থেকে খুব সহজেই বাংলা আর্টিকেল লিখে আয় করতে পারবেন এবং পেমেন্ট বিকাশে নিতে পারবেন।

বাংলা আর্টিকেল লিখে আয় বিকাশে পেমেন্ট

বাংলা আর্টিকেল লিখে আয় করার সাইট (Best Bangla Article Writing Sites)

গ্রাথোর.কম (Grathor.com)

Grathor.com বাংলা আর্টিকেল লিখে আয় করার জন্য অন্যতম একটি ভালো সাইট। আপনার যদি লেখালেখি করার ধৈর্য্য থাকে কিংবা আপনি যদি ভালো মানের আর্টিকেল লিখতে পারেন তাহলে Grathor আপনার জন্য উপযুক্ত জায়গা বাংলা কনটেন্ট লিখে আয় করার জন্য। 

Grathor এ শুধু আপনি বাংলা আর্টিকেল লিখেই নয় আরো বিভিন্ন উপায়ে খুব সহজেই আয় করতে পারবেন। গ্রাথোর.কম এ আপনি আরো কি কি উপায়ে আয় করতে পারবেন তা নিশ্চই দেওয়া হলো। 
  • আর্টিকেল লিখে আয়
  • শেয়ারিং বোনাস
  • রেফারেল প্রোগ্রাম
  • পোস্ট ভিউ বোনাস 
  • দৈনিক কমেন্ট বোনাস
  • গোল্ডেন বোনাস

Grathor.com এ বাংলা আর্টিকেল লিখে আয় করুন

  • প্রতিটি বাংলা আর্টিকেল এর জন্য আর্টিকেল এর মান অনুযায়ী ফ্রি সদস্যরা ৮ থেকে ৫০ টাকা এবং প্রিমিয়াম সদস্যরা ১০ থেকে ১০০ টাকা পাবে। 
  • প্রতিটি পোস্ট সর্বনিম্ন ৩৫০ শব্দের হতে হবে।
  • আপনার প্রতিটি পোস্ট এর ভিউ যদি ১০০০ হয় তাহলে বাড়তি বোনাস পাবেন।
  • যে মেম্বার ৫০০ এর বেশি পোস্ট লিখতে পারবে তাকে গোল্ডেন বোনাস দেওয়া হবে।
  • তাছাড়াও বিভিন্ন ধরণের টাস্ক ও কমেন্ট করে আয় করতে পারবেন। 
  • রেফার করেও আয় করতে পারবেন। 

পেমেন্ট পদ্ধতিঃ

Grathor.com বাংলা আর্টিকেল লেখার জন্য বিকাশে পেমেন্ট করে থাকে। তাই পেমেন্ট নিয়ে কোনো চিন্তা নেই। ফ্রি সদস্যরা ১০০০ টাকা এবং প্রিমিয়াম সদস্যরা ৮০০ টাকা হলে বিকাশ এর মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন। একদম সিম্পল এবং সহজ। 

বিস্তারিত জানার জন্য নিচের লিংক এ যান-
Grathor.com এ নিবন্ধন বা রেজিস্ট্রেশন করতে চাইলে নিচের লিংক এ যান-

জে আইটি (jit.com.bd)

জে আইটি বাংলাদেশের একটি সনামধন্য টেক ব্লগ। এই ব্লগে আপনি চাইলে বাংলা আর্টিকেল লিখে আয় করতে পারবেন।  এই সাইটে বাংলায় আর্টিকেল লিখে বিকাশে পেমেন্ট নিতে পারবেন। 

বাংলা আর্টিকেল লিখে আয় করার সাইট এর মধ্যে এটা অন্যতম একটি সাইট। কারণ এখানে বাংলায় আর্টিকেল লেখার পাশাপাশি আরো নানান ধরণের টাস্ক কমপ্লিট করে আয় করতে পারবেন। 

জে আইটি থেকে বাংলা আর্টিকেল লিখে আয় বিকাশে পেমেন্ট

  • এখানে রেজিস্ট্রেশন করলে আপনি সাথে সাথে ১০ টাকা বোনাস পাবেন। 
  • আপনার প্রতিটি পোস্ট যদি ১০০০ বার ইউনিক ভিউ হয় তাহলে আপনি ৫০০ টাকা পাবেন। 
  • সর্বনিম্ন ৩০০ ওয়ার্ড এর আর্টিকেল পাবলিশ করতে পারবেন। 
  • রেফার করেও আয় করতে পারবেন। প্রতিটি রেফার থেকে ২০%লাইফটাইম কমিশন পাবেন। 
  • এছাড়াও রয়েছে আরো বিভিন্ন ধরণের বোনাস ও প্রমোশনাল অফার। 

পেমেন্ট পদ্ধতিঃ 

জে আইটি থেকে বাংলা আর্টিকেল লিখে বিকাশ এ পেমেন্ট নিতে পারবেন। তাছাড়াও রকেট, নগদ, পেটিএম, মোবাইল রিচার্জ, শিওর ক্যাশ এর মাধ্যমে আপনার পেমেন্ট নিতে পারবেন। 

সর্বনিম্ন ১০০ টাকা হলে বিকাশ এ পেমেন্ট নিতে পারবেন। ১০০ এর নিচে থাকলে মোবাইল রিচার্জ নিতে পারবেন।

বিস্তারিত জানার জন্য নিচের লিংক এ যান-
নিবন্ধন বা রেজিস্ট্রেশন করার জন্য নিচের লিংক এ যান-

ইনকাম টিউনস

ব্লগ পোস্ট বা বাংলা আর্টিকেল লিখে আয় করার জন্য আরেকটি বেস্ট সাইট হলো ইনকাম টিউনস (Income Tunes)। আপনি চাইলে এই ওয়েবসাইট থেকে প্রতি মাসে আর্টিকেল লিখে একটি ভালো মানের টাকা ইনকাম করে নিতে পারেন। 
  • প্রতিটি আর্টিকেল মিনিমাম ৩০০ শব্দের হতে হবে।
  • কপি পেস্ট করা যাবে না। 
  • প্রতিটি পোস্ট এর জন্য ১০ টাকা করে পাবেন।
  • তবে পোস্ট যদি মানসম্মত হয়, ইউনিক এবং ৫০০ শব্দের হয় তাহলে ৫০ থেকে ১০০ টাকা পাবেন।
  • রেফার করে, পোস্ট পড়ে, কমেন্ট করে, সাইন আপ করেও টাকা যায় করতে পারবেন।

পেমেন্ট পদ্ধতিঃ 

ইনকাম টিউনস এ ১০০ টাকা হলেই আপনি পেমেন্ট উইথড্র দিতে পারবেন। বিকাশ, রকেট, নগদ বা মোবাইল রিচার্জ এর মাধ্যমে আপনার পেমেন্ট নিতে পারবেন। 

বিস্তারিত জানার জন্য নিচের লিংক এ যান-
রেজিস্ট্রেশন করার জন্য নিচের লিংক এ ক্লিক করুন-

প্রতিবর্তন (Pratiborton)

লেখালেখি করে আয় করার সাইট গুলোর মধ্যে বর্তমানে অনেক বিশ্বস্ত একটি সাইট হলো প্রতিবর্তন। তবে প্রতিবর্তন এ অনেক ভালো মানের পোস্ট গুলো পাবলিশ করা হয়। 

তাই আপনার বাংলা আর্টিকেল যদি মানসম্মত হয় তাহলে আপনি প্রতিবর্তন এ লিখতে পারেন। বাংলায় আর্টিকেল লিখে আয় ও বিকাশে পেমেন্ট নেওয়ার জন্য বেস্ট একটি সাইট হলো এই প্রতিবর্তন। 
  • প্রতিবর্তন এ সর্বনিম্ন ৭০০ শব্দ এর আর্টিকেল লেখা যাবে এর কম হলে পাবলিশ হবে না।
  • ৭০০ শব্দের আর্টিকেল এর জন্য ৩০ টাকা এবং ১০০০ শব্দের আর্টিকেল এর জন্য ৫০ টাকা পাবেন। তবে আপনি এর চেয়ে বেশি ওয়ার্ড এরও আর্টিকেল লিখতে পারেন। সেক্ষেত্রে আনুপাতিক হারে পরবর্তী ১০০ শব্দের জন্য ৫ টাকা করে বাড়তেই থাকবে। তারমানে ২০০ ওয়ার্ড লিখলে ১০০ টাকা, ৩০০০ ওয়ার্ড লিখলে ১৫০ টাকা এভাবে। 
  • তাদের দেওয়া নিয়ম অনুযায়ী লিখতে হবে।

পেমেন্ট পদ্ধতিঃ 

প্রতিবর্তন তার সদস্যদের আয়কৃত টাকা বিকাশে পেমেন্ট করে থাকে। সব চেয়ে মজার ব্যাপার হলো আপনার আর্টিকেল পাবলিশ হওয়ার সাথে সাথেই বিকাশ এর মাধ্যমে আপনি আপনার পেমেন্ট নিতে পারবেন। পেমেন্ট পাওয়ার ক্ষেত্রে কোনো ধরাবাধা নিয়ম নেই। এই দিক দিয়ে প্রতিবর্তন সেরা। 

বিস্তারিত জানার জন্য নিচের লিংক এ যান-
নিবন্ধন করার জন্য নিচের লিংক এ ক্লিক করুন-

টিপসওয়ালি (TipsWali)

Tipswali.com বাংলায় আর্টিকেল লিখে আয় করার জন্য অন্যতম একটি সাইট। আপনি আপনার সময় ও মেধা খরচ করে আর্টিকেল লিখে এখান থেকে আয় করতে পারবেন। 

বাংলা আর্টিকেল সাইট এ যদি লেখালেখি করে আয় করতে চান সেক্ষেত্রে টিপ্সওয়ালী নিঃসন্দেহে ভালো একটি প্লাটফর্ম। 
  • প্রতিটি আর্টিকেল লেখার জন্য ৩০ থেকে ১৫০ টাকা পাবেন।
  • সর্বনিম্ন ৭৫০ ওয়ার্ড এর আর্টিকেল লিখতে হবে।

পেমেন্ট পদ্ধতিঃ

Tipswali.com আপনাকে বাংলায় আর্টিকেল লিখে যায় করার সুযোগ দিচ্ছে এবং এই টাকা যাতে সহজেই তুলতে পারেন তাই তারা বিকাশ পদ্ধতি রেখেছে। বাংলায় আর্টিকেল লিখে এখান থেকে বিকাশ এ পেমেন্ট নিতে পারবেন। 

ঢাকা স্টাফ (DhakaStaff)

Dhakastaff.com সাইটে বাংলায় আর্টিকেল লিখতে পারেন। এই সাইটেও বাংলায় আর্টিকেল লিখে আয় করার সুযোগ রয়েছে। 
  • প্রতিটি আর্টিকেল ৫০০ শব্দের অধিক হতে হবে।
  • তাদের মেইল বা মেসেঞ্জার এ আপনার লেখা পাঠাতে পারবেন।
  • আপনার আর্টিকেল টি রিভিউ এর পর পাবলিশড এর জন্য মনোনীত হলে আপনাকে ফিরতি মেসেজ দিয়ে দাম নির্ধারণ করে আপনি রাজি থাকা সাপেক্ষে আপনার পোস্ট পাবলিশ করা হবে।
  • এই সাইটে পার্মানেন্টলি কাজ করার সুযোগ আছে। সেক্ষেত্রে আপনাকে ভালো মানের আর্টিকেল দিয়ে নিজেকে প্রমান করতে হবে।

পেমেন্ট পদ্ধতিঃ

বাংলায় আর্টিকেল লিখে বিকাশ এ পেমেন্ট নিতে পারবেন। পাবলিশ হওয়ার সাথে সাথেই পেমেন্ট নিতে পারবেন। 

ডিজিবাংলা২৪ (Digibangla24)

Digibangla24.com আর্টিকেল লিখে আয় করার জন্য আরেকটি ভালো প্লাটফর্ম। মূলত এটি একটি মুক্ত প্লাটফর্ম।আপনি আপনার ইচ্ছামতো এখানে আর্টিকেল লিখতে পারবেন। তবে তাদের নিয়ম অনুযায়ী লিখতে হবে। 

এই সাইটে লেখার জন্য কিছু নিয়ম কানুন আছে। তাদের এই সাইটে লেখার জন্য আপনার Freelancerwing.com নাম একটি ওয়েবসাইট আছে। এখানে রেজিস্ট্রেশন করে তারপর একটি পরীক্ষা দিতে হবে। পরীক্ষায় পাশ হলেই আপনি আর্টিকেল সাবমিট করতে পারবেন। সকল নিয়ম কানুন সেখানে দেওয়া আছে। 
  • কত ওয়ার্ড লিখতে হবে, কত টাকা পেমেন্ট দেওয়া হবে সব সেখানে দেওয়া থাকবে।
  • প্রতিটি আর্টিকেল ৩০০ থেকে ১০০০ ওয়ার্ড এর মধ্যে লিখতে হবে। 
  • ফ্রীলান্সার উইং একটি মাইক্রো ফ্রীল্যানসিং সাইট গুলোর মতো।  

পেমেন্ট পদ্ধতিঃ 

এই সাইটে বাংলায় আর্টিকেল লিখে বিকাশ এর মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন। 

বিস্তারিত জানার জন্য নিচের লিংক এ ক্লিক করুন-

অর্ডিনারি আইটি (OrdinaryIT)

অর্ডিনারি আইটি তে বাংলায় আর্টিকেল লিখে আয় করার সুযোগ আছে। তবে এর কিছু শর্তাবলী আছে। যেমনঃ
  • আপনি সরাসরি এখানে লিখতে পারবেন না। এর জন্য আপনাকে ওদের একটি কোর্স করতে হবে। 
  • কোর্স টি মোট ৭ দিনের হবে। 
  • কোর্স ফী হবে ১০৫০ টাকা।
  • কোর্স শেষে আপনাকে ১৪ টি আর্টিকেল জমা দিতে হবে।
  • ওরা আপনাকে শিখাবে কিভাবে এসইও ফ্রেন্ডলি আর্টিকেল লিখতে হয়। কিভাবে বাংলায় আর্টিকেল লিখে আয় করা যায়। 
  • বাসায় বসে বাংলায় আর্টিকেল লিখতে পারবেন। 
  • চূড়ান্ত ভাবে আর্টিকেল রাইটার হিসেবে নিয়োগ পাবার পর প্রথম মাসে ৩০০০ টাকা ও দ্বিতীয় মাসে দক্ষতা সাপেক্ষে ৮০০০ টাকা প্রদান করবে। 
  • নিয়োগ পাবার পর প্রথম মাসের বেতনের সাথে আপনার কোর্স ফি ১০৫০ টাকা ফেরত পাবেন। 
  • সপ্তাহে দুই দিন ছুটি কাটাতে পারবেন। 

পেমেন্ট পদ্ধতিঃ

আপনার বেতন আপনি ওদের অফিস এ গিয়ে কিংবা বিভিন্ন মোবাইল ব্যাংকিং যেমন বিকাশ, রকেট এর মাধ্যমে নিতে পারবেন। 

বিস্তারিত জানার জন্য নিচের লিংক এ যান-

শেষ কথা

আজকে আমি আলোচনা করলাম কিভাবে অনলাইনে সহজেই বাংলায় আর্টিকেল লিখে আয় করার ওয়েবসাইট সম্পর্কে। আপনার যদি লেখালেখি শখ হয়ে থাকে তাহলে আপনিও এখনি শুরু করে দিতে পারেন। আপনার বাড়তি আয়ের জন্য এটা ভালো একটা মাধ্যম হবে। 

যারা স্টুডেন্ট আছেন তারা চাইলে তাদের বাড়তি সময় টুকু কাজে লাগিয়ে বাংলায় আর্টিকেল লিখে আয় করতে পারেন। উপরের সবগুলোই বিশ্বস্থ সাইট। 

তাছাড়াও এসব সাইট থেকে বাংলায় আর্টিকেল লিখে বিকাশে পেমেন্ট নিতে পারবেন। পেমেন্ট নিয়ে কোনো ঝামেলা পোহানো লাগবে না। 

ঘরে বসে আয় করার জন্য এই ওয়েবসাইট গুলো বেস্ট বলে আমি মনে করি। অযথা ফেইসবুক এ সময় নষ্ট না করে এসব সাইট এ আর্টিকেল লিখে মাসে ভালো টাকা আয় করা সম্ভব। এছাড়াও আপনার স্কিল বাড়বে। 

পোস্টটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে শেয়ার করতে ভুলবেন না। পোস্টটি শেয়ার করে অন্যান্যদের বাংলায় আর্টিকেল লিখে আয় করার সুযোগ করে দিন এবং বাংলায় আর্টিকেল লিখে আয় করার সাইট সম্পর্কে জানার সুযোগ করে দিন। 

আপনার জানা কোনো সাইট থাকলে আমাদের জানাতে পারেন যেখানে বাংলায় আর্টিকেল লিখে বিকাশে পেমেন্ট নেওয়া যায়। আপনার মূল্যবান মতামত কমেন্ট এ জানাতে ভুলবেন না।  
Author Image

Shakil Abdullah
Assalamualaikum. I'm Shakil Abdullah. I'm a Student. Now I'm studying MSS (Hon's) in Sociology at Begum Rokeya University, Rangpur.

Post a Comment

1 Comments

Emoji
(y)
:)
:(
hihi
:-)
:D
=D
:-d
;(
;-(
@-)
:P
:o
:>)
(o)
:p
(p)
:-s
(m)
8-)
:-t
:-b
b-(
:-#
=p~
x-)
(k)

TOP