অনলাইনে ইনকাম করার উপায় ২০২১, ব্লগিং করে আয় করুন ৭ উপায়ে

আপনি কি ঘরে বসে আয় করতে চান? কিংবা অনলাইনে ইনকাম করার উপায় খুঁজছেন? তাহলে এই লেখাটি আপনার জন্য। ব্লগিং করে আয়, হ্যা আপনি ঠিকই শুনেছেন। বর্তমানে ব্লগিং একটি জনপ্রিয় মাধ্যম যার মাধ্যমে ঘরে বসে টাকা যায় করা যায়। 

বিশেষ করে ছাত্রদের জন্য অনলাইনে আয় করা এখন অনেক সহজ একটি ব্যাপার। অবসর সময়টুকু কাজে লাগিয়ে ছাত্ররাও চাইলে ব্লগিং করে মাসে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবে। 

আমরা অনেকেই শুনে থাকবো যে, কেউ একজন কোনো একদিন একটি ছোট্ট ব্লগ শুরু করেছিল এবং দশ বছর পর সেই ব্লগ টি তার ইনকামের একমাত্র পথ হয়ে দাঁড়িয়েছে। সে শুধু ঘরে বসেই কোনো ধরণের অফিসে যাওয়ার ঝামেলা ছাড়া ইনকাম করছে অনেক টাকা। হ্যা, এসব আমরা হরহামেশাই শুনে থাকি এবং এসব সত্যি ঘটনা কোনো তেলবাজি নয়।

তবে আজকে যদি আপনি একটি ছোট্ট ব্লগ শুরু করেন তা কিন্তু রাতারাতি আপনাকে অনলাইন থেকে ইনকাম এনে দিতে পারবে না। এর পিছনে থাকতে হবে অনেক ধৈর্য্য, পরিশ্রম। তাই আপনি যদি সত্যি ব্লগিং করে অনলাইন থেকে টাকা ইনকাম করতে চান তাহলে আজকেই সিরিয়াসলি শুরু করে দিন ব্লগিং।

ধৈর্য্য ধরে পরিশ্রম করতে থাকুন তাহলে একদিন সফল হবেন ইনশাআল্লাহ। আজকে আমি আপনাদের দেখাবো ব্লগিং করে অনলাইন থেকে ইনকামের ৭ টি বৈধ উপায়। 

১। ডিজিটাল প্রোডাক্টস বিক্রি

ব্লগিং এর মাধ্যমে খুব সহজেই অনলাইন থেকে ইনকামের একটি উপায় হলো নিজের ডিজিটাল প্রোডাক্টস বিক্রি করা। 

বর্তমান যুগ ডিজিটাল যুগ।তাই আপনি যে বিষয়ে পারদর্শী সেই বিষয়ে আপনার ব্লগ সাইট বা ওয়েবসাইট খুলে তাতে নিজের প্রোডাক্টস বিক্রি করতে পারবেন খুব সহজেই এবং অনলাইন থেকে ইনকাম করতে পারবেন। তাই এখনই সময় নিজের একটি ওয়েবসাইট তৈরী করে তাতে নিজের ডিজিটাল প্রোডাক্টস বিক্রি করা।

তবে মনে রাখতে হবে ক্রেতারা আপনার ব্লগ এ আসবে প্রোডাক্টস এর সঠিক ও বিস্তারিত তথ্য জানার জন্য। তাই সবসময় চেষ্টা করতে হবে প্রোডাক্টস এর সঠিক ও বিস্তারিত তথ্য দেওয়ার জন্য যাতে ক্রেতারা আপনার প্রোডাক্টস দেখে কিনতে আগ্রহী হয়। 

এছাড়াও ভালোভাবে মার্কেটিং করতে হবে যাতে করে সবার কাছে আপনার প্রোডাক্টস গুলো ছড়িয়ে যায়। 

আপনার নিজের যদি প্রোডাক্টস না থাকে তাহলে আপনি অন্যের ডিজিটাল প্রোডাক্টস এফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে বিক্রি করে কমিশন পেতে পারেন পাশাপাশি আপনার ওয়েবসাইট এ গুগল এডসেন্স যুক্ত করে বাড়তি টাকা ইনকাম করতে পারেন।  

কিছু ডিজিটাল পণ্যের তালিকা নিচে দেওয়া হলো :
  • ই-বুকস 
  • অডিও বুকস 
  • ছবি এবং ভিডিও 
  • ডিজিটাল মিউজিক 
  • সফটওয়্যার প্রোগ্রাম 
  • ওয়েবসাইট থিমস 

২। ফিজিক্যাল প্রোডাক্টস বিক্রি

আমরা যে প্রোডাক্টস গুলো প্রতিনিয়ত ব্যবহার করছি সে গুলোই হলো ফিজিক্যাল প্রোডাক্টস। আমরা আমাদের ব্লগ বা ওয়েবসাইট এ খুব সহজেই ফিজিক্যাল প্রোডাক্টস বিক্রি করে অনলাইন থেকে হাজার ডলার ইনকাম করতে পারি। 

বর্তমান কেনাকাটা হয়ে গেছে অনলাইন নির্ভর। মানুষ এখন অনলাইনেই কেনাকাটা করতে পছন্দ করে। তাই আপনার যদি ইচ্ছা থাকে ব্লগিং করে অনলাইন থেকে ইনকাম করার তাহলে অবস্যই এটা আপনার জন্যে একটা ভালো সুযোগ। 

আপনি আপনার নিজের একটি ই-কমার্স সাইট দাঁড় করিয়ে তাতে নিজের বা অন্য কারো যেমন আমাজন বা আলী বাবার মতো বড় বড় কোম্পানি এর পণ্য এফিলিয়েট করে বিক্রি করে অনলাইন থেকে  মাসিক একটা ভালো টাকা ইনকাম করতে পারেন। 

কিছু ফিজিক্যাল পণ্যের তালিকা নিচে দেওয়া হলো :
  • কাপড় 
  • জুয়েলারি 
  • হস্তশিল্প বা হাতে তৈরী জিনিস 
  • ঘর-বাড়ির নানান জিনিস
  • ইলেকট্রনিক্স পণ্য 
  • হাতে তৈরী খাবার 
  • টি-শার্ট ব্যবসা

৩। বিজ্ঞাপনের জায়গা বিক্রি করে

ব্লগ থেকে ইনকামের আরেকটি জনপ্রিয় মাধ্যম হলো আপনার নিজের ওয়েবসাইট বা ব্লগ এ বিজ্ঞাপনের জায়গা বা স্পেস বিক্রি।

 যদি দেখেন আপনার ব্লগ এ প্রতিদিন অনেক ভিজিটর আসছে তাহলে আপনি বিভিন্ন বিজ্ঞাপন সংস্থার সাথে যোগাযোগ করে তাদের বিজ্ঞাপন আপনার ব্লগ বা ওয়েবসাইট এ দিতে পারেন। এতে করে আপনার বিজনেস এর পাশাপাশি একটা বাড়তি আয় হবে। 

এরকম অনেক বিজ্ঞাপন সংস্থা আসে যারা টাকার বিনিময়ে বিভিন্ন ব্লগ বা ওয়েবসাইট এ তাদের বিজ্ঞাপন শো করে। 

তাই আপনার ব্লগ এ যদি পর্যাপ্ত ভিজিটর আসে প্রতিদিন তাহলে আপনিও এই স্ট্রেটিজি ব্যবহার করে প্রতি মাসে অনলাইন থেকে একটা ভালো মানের আর্নিং করতে পারবেন। 

তাছাড়াও আপনার ব্লগ বা ওয়েবসাইট টি যদি আপনি জনপ্রিয় করে তুলতে পারেন তাহলে দেখা যাবে অনেক বিজ্ঞাপন সংস্থা আছে যারা নিজেরাই আপনার সাথে যোগাযোগ করে তাদের বিজ্ঞাপন আপনার ব্লগ বা ওয়েবসাইট এ শো করানোর জন্য আপনার ব্লগ বা ওয়েবসাইট এর জায়গা বা স্পেস কিনে নিবে। 

তাই ওয়েবসাইট বা ব্লগ বিজ্ঞাপনের জন্য স্পেস বিক্রি অনলাইন থেকে আয়ের একটি অন্যতম জনপ্রিয় মাধ্যম। 

৪। অনলাইন কোর্স ও ই-বুকস বিক্রি

আপনার যদি আপনার নিজস্ব ব্লগ টপিক এর উপর ভালো আইডিয়া থাকে বা আপনার যদি ভালো অভিজ্ঞতা থাকে তাহলে আপনার এই আইডিয়া , অভিজ্ঞতা আপনি আপনার ভিজিটরদের সাথে শেয়ার করতে পারেন। 

এ জন্য আপনি আপনার জানাশোনা টপিক এর উপর অনলাইন কোর্স বা ই-বুকস লিখে পাবলিশড করতে পারেন। এতে করে আপনার ভিজিটর রা আপনার এই অনলাইন কোর্স করে যেমন উপকার পাবে অন্য দিকে আপনার ব্লগ এর জনপ্রিয়তাও বাড়বে সাথে সাথে আপনি অনলাইন থেকে ইনকামও করতে পারবেন। 

তাই আপনি যে বিষয়ে পারদর্শী সেই বিষয়ে ব্লগ খুলে তাতে নিয়মিত পোস্ট দেয়ার পাশাপাশি আপনার অনলাইন কোর্স ও ই-বুকস বিক্রি করতে পারবেন। ব্লগিং থেকে আয়ের এটা অন্যতম একটি উপায়। 

৫। ফ্রীল্যান্সিং 

উপরের সব টপিক পড়ার পর যদি আপনার মনে হয় যে, না এইগুলা একটাও আমার সাথে যায় না তাহলে চিন্তিত হবেন না।

এখন আসি ফ্রীল্যান্সিং এ। ধরেন আপনি উপরের একটাও করতে চান না তবে আপনি ভালো লিখতে পারেন। 

কোনো চিন্তা নাই , একটা ব্লগ খুলে ফেলুন এবং ব্লগ এ আপনি কিছু মানসম্মত আর্টিকেল পোস্ট করুন। এরপর আপনার ব্লগ এ আপনার স্কিলস সম্পর্কে লিখুন। তারপর এটা মার্কেটিং করুন যে আপনি এইরকম এরকম কাজ পারেন।

মার্কেটিং করার পর দেখবেন অনেকেই যদি ইন্টারেস্টেড থাকে তাহলে ওই ব্লগ এর মাধ্যমে আপনার সাথে যোগাযোগ করে আপনাকে কাজ দিবে। অর্থাৎ , আপনি ব্লগ খুললেন , মার্কেটিং করলেন কিন্তু আপনার কাজ হবে ফ্রীল্যান্সিং। কি মজার তাই না ?

নিচে কিছু আইডিয়া দেওয়া হলো:
  • ফ্রিল্যান্স রাইটিং 
  • ডাটা এন্ট্রি 
  • ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট 
  • ওয়েব ডেভেলপমেন্ট 
  • মার্কেটিং 

৬। এফিলিয়েট মার্কেটিং 

যদি উপরের সব আইডিয়া ব্যর্থ হয় তাহলেও পথ খোলা আছে। এফিলিয়েট মার্কেটিং অর্থাৎ অন্যের প্রোডাক্টস বিক্রি করা।
ধরে নিলাম আপনার নিজস্ব কোনো প্রোডাক্টস নাই। তাই বলে কি আপনি ব্লগিং করবেন না ? না এটা মোটেও না। অবশ্যই আপনি ব্লগিং করবেন। তবে অন্যের প্রোডাক্টস নিয়ে। 

যেমন আমাজন , আলিবাবা , ই-ভ্যালি , দারাজ সহ আমরা অনেক কোম্পানী এর কথা বলতে পারি। যাদের পণ্য আমরা আমাদের ওয়েবসাইট বা ব্লগ এর মাধ্যমে এফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে বিক্রি করতে পারি। 

আপনি যত বেশি পণ্য এর বিক্রি করতে পারবেন তত বেশি কমিশন পাবেন এবং আপনার আয়ও তো তত বেশি হবে। 

এর জন্য আপনাকে আপনার পছন্দের টপিক বা ট্রেন্ডিং টপিক বেছে নিতে হবে। যে পণ্যের ভালো ভবিষ্যৎ আছে বা যে পণ্য মানুষ বেশি কিনে সেই পণ্য নিয়ে এফিলিয়েট মার্কেটিং করলে অনলাইন থেকে ইনকামের বেশি সম্ভাবনা আছে। 

যেমন : রান্না বান্নার পণ্য, মোবাইল ফোন, ডেস্কটপ, ইলেকট্রনিক্স সহ আরো নানান পণ্য যেগুলোর চাহিদা মার্কেটে বেশি।

৭। মেম্বারশীপ সাইটস 

ফাইনালি ব্লগ থেকে ইনকামের আরেকটি উপায় হলো ব্লগ বা ওয়েবসাইট এ মেম্বারশীপ এ এড হওয়ার অপশন রাখা যাতে করে আপনার ব্লগ এর ভিজিটররা আপনার পেইড মেম্বারশীপ এ এড হয়ে আরো বাড়তি সুবিধা নিতে পারে। 

এতে করে আপনার ভিজিটররা যেমন বাড়তি সুবিধা পাবে টি তেমনি পাশাপাশি আপনার একটি বাড়তি আয়ের সুযোগ থাকবে। 

অর্থাৎ আপনার ব্লগ যখন জনপ্রিয় হয়ে উঠবে তখন আপনি বোনাস হিসেবে আপনার ব্লগ বা ওয়েবসাইট এর ভিজিটরদের এই বাড়তি সুবিধা দিতে পারেন। 

যদি আপনি ভেবে থাকেন যে একটি মেম্বারশীপ সাইট তৈরী করবেন বা আপনার ব্লগ বা ওয়েবসাইট এর ভিজিটরদের বাড়তি সুবিধা দিবেন কিন্তু আপনি জানেন না কোন বিষয়ে এই মেম্বারশীপ সাইট চালু করবেন তাহলে আপনার জন্যে নিচে এর কিছু আইডিয়া দেওয়া হলো। 

  • ইমেইল এর মাধ্যমে এক্সক্লুসিভ ডাউনলোড এর অপশন রাখতে পারেন। যেমন: এপ্স , রেসিপি , গ্রাফিক্স ইত্যাদি
  • নতুন নতুন শিক্ষামূলক ভিডিও , ব্লগ পোস্ট , বিভিন্ন কোর্স ইত্যাদি 
  • ডাউনলোড করা যায় এমন বই বা গাইড 
  • নিদৃষ্ট বিষয়ে কোনো এক্সপার্ট এর পরামর্শের ব্যবস্থা রাখা যেতে পারে

মাস শেষে ব্লগ থেকে আপনি যে ইনকাম পাবেন তা আপনার বোনাস ইনকামের মতো। আপনি চাকরি করার পাশাপাশি ব্লগিং করে অনলাইন থেকে মাসে হাজারো ডলার ইনকাম করতে পারেন। 

এর জন্য আপনাকে হতে হবে ধৈর্যশীল , পরিশ্রমী এবং কাজের প্রতি ডেডিকেশন থাকতে হবে। অনলাইন থেকে ইনকাম এর পূর্ব শর্তই হলো সিরিয়াসলি ডেডিকেশনের সাথে ব্লগিং করা। তাহলে আপনি সফল হবেনই হবেন ইনশাআল্লাহ। 

তাই আর দেরি কেন আপনার ভালোবাসা যদি হয়ে থাকে ব্লগিং তাহলে আজই শুরু করে দিন ব্লগিং এবং অনলাইন থেকে ইনকাম করুন দেধারছে।
অনলাইনে আয়ের উপায়
Author Image

Shakil Abdullah
Assalamualaikum. I'm Shakil Abdullah. I'm a Student. Now I'm studying MSS (Hon's) in Sociology at Begum Rokeya University, Rangpur.

Post a Comment

2 Comments

Emoji
(y)
:)
:(
hihi
:-)
:D
=D
:-d
;(
;-(
@-)
:P
:o
:>)
(o)
:p
(p)
:-s
(m)
8-)
:-t
:-b
b-(
:-#
=p~
x-)
(k)

TOP