কিভাবে ব্লগার দিয়ে ফ্রি ব্লগ তৈরী করব? (ব্লগ সাইট খোলার নিয়ম ও টিউটোরিয়াল)

কিভাবে ব্লগ তৈরী করা যায়? বিশেষ করে কিভাবে ফ্রিতে ব্লগার ব্লগ সাইট তৈরী করবেন তা নিয়ে আজকে বিশদভাবে আলোচনা করা হবে।

  • কিভাবে ব্লগ সাইট বানাব?
  • ফ্রি ব্লগ সাইট তৈরী করার উপায়?
  • ব্লগ সাইট খোলার নিয়ম?

উপরের প্রশ্নগুলো যদি আপনার মনে উঁকি দিয়ে থাকে তাহলে এই পোস্ট টি আপনার জন্য। মনোযোগ সহকারে পোস্ট টি পড়লে কিভাবে ব্লগ তৈরী করা যায় (How to Create a Blog Free) তা জানতে পারবেন। 

ব্লগ তৈরী করে আয় বর্তমানে অনলাইন থেকে ইনকামের অন্যতম একটি উপায়। ব্লগিং করে বিভিন্ন উপায়ে অনলাইন থেকে আয় করা যায়।

ব্লগ থেকে কিভাবে আয় করা যায় তা অনেকেরই জানা নেই। ব্লগ থেকে আয়ের ৭টি উপায় জেনে নিন

কিভাবে ফ্রি ব্লগার ব্লগ তৈরী করা যায়

ব্লগ কি?

ব্লগ হলো একধরণের অনলাইন ওয়েবসাইট যেখানে বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য, টিউটোরিয়াল মজুদ থাকে। অর্থাৎ, ব্লগ হলো এমন একটি প্লাটফর্ম যেখান থেকে মানুষ তাদের প্রয়োজনীয় ডেটা, তথ্য, উপাত্ত, টিউটোরিয়াল পেয়ে থাকে। বিভিন্ন বিষয়ে ব্লগ হতে পারে যেমনঃ টেক, স্বাস্থ্য, How to Blog, শিক্ষামূলক ব্লগ ইত্যাদি।

ব্লগার কি?

ব্লগার হলো একটি অনলাইন Content Management System (CMS)। ব্লগারে আপনি ফ্রি ব্লগ সাইট তৈরী করতে পারবেন। ব্লগার ছাড়াও আরো অনেক CMS পাবেন তবে ফ্রি ওয়েবসাইট বা ব্লগ তৈরির জন্য ব্লগার সবচেয়ে বেস্ট মাধ্যম।

তাছাড়াও এর ইন্টারফেস খুব সহজেই ব্যবহার করা যায়। যে কেউ চাইলে কোনো ধরণের কোডিং জ্ঞান ছাড়াই খুব সুন্দর ব্লগ সাইট ডিজাইন করে তাতে আর্টিকেল পাবলিশ করে অনলাইন থেকে আয় করতে পারবে। তো চলুন ব্লগ তৈরী করার নিয়ম জেনে নেই। 

কিভাবে ফ্রি ব্লগার ব্লগ তৈরী করা যায় (How to Make Blogger Blog Free)

প্রথম ধাপঃ

ফ্রি তে ব্লগার ব্লগ বা ব্লগার ওয়েবসাইট তৈরী করা খুবই সহজ একটি কাজ। ফ্রি তে ব্লগার সাইট খোলার জন্য প্রথমেই আপনাকে একটি জিমেইল একাউন্ট খুলে নিতে হবে। 

যদি আপনার জিমেইল একাউন্ট থাকে তাহলে আর নতুন করে জিমেইল একাউন্ট খোলার দরকার নেই। আর যদি না থাকে তাহলে নতুন একটি জিমেইল একাউন্ট তৈরী করুন


দ্বিতীয় ধাপঃ

দ্বিতীয় ধাপে আপনার কম্পিউটার বা মোবাইলে যেকোনো একটি ব্রাউজার ওপেন করুন। এরপর ব্রাউজার এর এড্রেস বার বা সার্চ বার এ টাইপ করুন blogger.com। তারপর Enter চাপুন বা এড্রেস টিতে প্রবেশ করুন। নিচের স্ক্রিনশট দেখুন। 

ফ্রি ব্লগ সাইট তৈরি

এড্রেস এ প্রবেশ করার পর আপনার সামনে ব্লগার এর ইন্টারফেস চলে আসবে। এখন থেকে Create Your Blog এ ক্লিক করতে হবে। নিচের স্ক্রিনশট লক্ষ্য করুন। 

ব্লগ তৈরির টিউটোরিয়াল


তৃতীয় ধাপঃ

Create Your Blog এ ক্লিক করার পর সাইন ইন করতে হবে। আপনার জিমেইল এবং পাসওয়ার্ড সঠিকভাবে বসিয়ে সাইন ইন করে নিন। নিচের স্ক্রিনশট দেখলে ভালোভাবে বুঝতে পারবেন।

ফ্রি ব্লগ সাইট

উপরের ছবির মতো আসার পর ইমেইল এর ঘরে আপনার জিমেইল একাউন্ট টি সঠিকভাবে লিখুন। এরপর Next Button এ ক্লিক করুন। 

How to make free blogger blog

Next Button এ ক্লিক করার পর উপরের ছবির মতো আসবে। এখানে আপনার জিমেইল এর পাসওয়ার্ড দিয়ে আবার Next Button এ ক্লিক করুন। 

তাহলে আপনি ব্লগার এর ড্যাশবোর্ড এ প্রবেশ করতে পারবেন। পুরোপুরি ভাবে সাইন ইন করার পর আপনি নিচের স্ক্রিনশট এর মতো একটি পেজ পাবেন। এখন থেকে লাল চিহ্নিত অংশে ক্লিক করুন। 

কিভাবে ব্লগ সাইট বানাব

ওখানে ক্লিক করার পর নিচের স্ক্রিনশট এর মতো দেখতে পাবেন। এখন থেকে New Blog এ ক্লিক করুন। 

ব্লগ সাইট খোলার নিয়ম


New Blog এ ক্লিক করার পর নিচের মতো একটি ডায়ালগ বক্স আসবে। এখানে আপনার ব্লগ এর টাইটেল দিন। যেমন আমি আমার ব্লগ এর জন্য টাইটেল দিয়েছি My Blog। আপনি যে বিষয়ে ব্লগ খুলতে চান সে বিষয়ে আপনার ব্লগ টাইটেল দিন। যেমনঃ অনলাইন থেকে আয়, টেকনোলজি ব্লগ ইত্যাদি। নিচের স্ক্রিনশট লক্ষ্য করুন।  

ব্লগ তৈরী করার নিয়ম

এরপর Next বাটন এ ক্লিক করুন। আবারো একটি ডায়ালগ বক্স আসবে। এই বক্স এ আপনার ব্লগ এর এড্রেস দিন। এডড্রেসটি অবশ্যই ইউনিক হতে হবে। অবশ্যই আপনার ব্লগ রিলেটেড এড্রেস দিবেন। এটা এসইও এর জন্য গুরুত্বপূর্ণ। নিচের স্ক্রিনশট দেখুন। 

ব্লগার ব্লগ তৈরী করার টিউটোরিয়াল


এরপর Save বাটন এ ক্লিক করুন। আপনার কাজ শেষ। তৈরী হয়ে গেলো আপনার ফ্রি ব্লগ সাইট। সেভ বাটন এ ক্লিক করার পর আপনাকে ব্লগার এর ড্যাশবোর্ড এ নিয়ে যাবে।

ড্যাশবোর্ড এ আসার পর আপনি ইচ্ছামতো আপনার ব্লগ কে কাস্টোমাইজ বা এডিট করতে পারবেন। ইচ্ছামতো আপনার ব্লগ সাইট ডিজাইন করতে পারবেন। নতুন পোস্ট করতে পারবেন। নিচের স্ক্রিনশট দেখুন। 

ফ্রি ব্লগ সাইট তৈরী করার উপায়


ড্যাশবোর্ড এর নিচে View Blog এ ক্লিক করে আপনি আপনার ব্লগ বা ওয়েবসাইট টি দেখতে পারবেন। অথবা আপনি আপনার ব্লগ এড্রেস টি ব্রাউজার এর এড্রেস বার এ লিখে আপনার ব্লগ টি দেখতে পারবেন। 

উপরের নিয়ম গুলো অনুসরণ করে খুব সহজেই আপনি একটি ফ্রি ব্লগ সাইট তৈরী করে নিতে পারবেন। 

শেষ কথা

আজকে আপনারা দেখতে পারলেন কিভাবে খুব সহজেই ব্লগার প্লাটফর্ম ব্যবহার করে আপনি খুব সহজেই একটি ফ্রি ব্লগার ব্লগ সাইট তৈরী করে নিতে পারবেন।

তাই আপনি যদি নিজের জন্য একটি ফ্রি ওয়েবসাইট তৈরী করে নিতে চান তাহলে আমি বলবো ব্লগার হলো বেস্ট একটি প্লাটফর্ম যা ব্যবহার করে ফ্রীতেই একটি ব্লগ তৈরী করে নিতে পারবেন। 

উপরের টিউটোরিয়াল টি থেকে কিভাবে একটি ব্লগ তৈরী করা যায় তা সম্পর্কে আশা করি আপনাদের একটি সুস্পষ্ট ধারণা এসেছে। একটি ফ্রি ব্লগার ব্লগ তৈরী করে আপনি অনলাইন থেকে ব্লগিং করে আয় করতে পারেন খুব সহজেই। 

আশা করি ব্লগ সাইট খোলার নিয়ম টিউটোরিয়াল টি আপনাদের উপকারে আসবে। এরপরও আপনার যদি কোনো সমস্যা থেকে থাকে বা কোনো সমস্যা ফেস করেন তাহলে কমেন্ট বক্স এ জানাতে ভুলবেন না। 
Author Image

Shakil Abdullah
Assalamualaikum. I'm Shakil Abdullah. I'm a Student. Now I'm studying MSS (Hon's) in Sociology at Begum Rokeya University, Rangpur.

Post a Comment

1 Comments

  1. Tech related post herehttps://shakilog.blogspot.com/logout?d=https://www.blogger.com/logout-redirect.g?blogID%3D7012153740843975675%26postID%3D8987314515003424115

    ReplyDelete
Emoji
(y)
:)
:(
hihi
:-)
:D
=D
:-d
;(
;-(
@-)
:P
:o
:>)
(o)
:p
(p)
:-s
(m)
8-)
:-t
:-b
b-(
:-#
=p~
x-)
(k)

TOP